মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৯৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯৪। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ যখনই কোন মাসআলায় সন্দেহ বা সমস্যায় পড়িতাম, হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করিলে তাঁহার কাছে উহার সঠিক উত্তর বা সমাধান পাইয়া যাইতাম । —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ্ ও গরীব।
كتاب المناقب
اَلْفصْلُ الثَّالِثُ
عَن أبي مُوسَى قَالَ: مَا أُشْكِلَ عَلَيْنَا أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثٌ قَطُّ فَسَأَلْنَا عَائِشَةَ إِلَّا وَجَدْنَا عِنْدَهَا مِنْهُ عِلْمًا. رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান