আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪৬০
২২৪৭. নবী কারীম (ﷺ)- এর রোগ ও তাঁর ওফাত।
৪১০৯। আবু নুআঈম (রাহঃ) .... তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ)- কে জিজ্ঞাসা করলাম নবী কারীম (ﷺ) কি ওসীয়্যাত করে গেছেন? তিনি বললেন, না। তখন আমি বললাম, তাহলে কেমন করে মানুষের জন্য ওসীয়্যাত লিপিবদ্ধ করা হল অথবা কিভাবে এর নির্দেশ দেয়া হল? তিনি বললেন, নবী কারীম (ﷺ) কুরআন সম্পর্কে ওসীয়্যাত করে গেছেন।
