মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৩৭
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৩৭। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, হুযূর (ছাঃ)-এর সাহেবযাদা ইবরাহীম যখন ইনতেকাল করিলেন, তখন রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন নিশ্চয় তাহার জন্য জান্নাতে একজন ধাত্রী বহিয়াছে। বুখারী
وَعَن الْبَراء قَالَ: لَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجنَّة» رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইবরাহীম ইবনে মুহাম্মদ (ﷺ) দুগ্ধপোষ্য অবস্থায় ধাত্রী মায়ের নিকটেই মারা গিয়াছেন। আলোচ্য হাদীস হইতে ইহাও বুঝা গেল যে, পুণ্যবান ব্যক্তিগণ মৃত্যুর অব্যবহিত পরেই বেহেশতে প্রবেশ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৩৭ | মুসলিম বাংলা