মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১২৭
দ্বিতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১২৭। হযরত জাবের (রাঃ) বলেন, একদা হযরত সা'দ (রাঃ) নবী (ﷺ)-এর সম্মুখে উপস্থিত হইলেন। তখন নবী (ﷺ) (তাহার প্রতি ইংগিত করিয়া) বলিলেনঃ ইনি হইলেন আমার মামা, অতএব, কাহারও যদি এমন মামা থাকিয়া থাকেন, তবে সে আমাকে দেখাক। —তিরমিযী
ইমাম তিরমিযী বলিয়াছেন, হযরত সা'দ ছিলেন যোহরা খান্দানের লোক আর নবী (ﷺ)-এর মাতাও ছিলেন সেই বনী যোরার কন্যা। এই হিসাবে নবী (ﷺ) (হযরত সা'দকে) বলিয়াছেন, “ইনি আমার মামা।” মাসাবীহর গ্রন্থকার فَلْيُرني -এর পরিবর্তে فلْيُكرمَنَّ (অর্থাৎ, "অবশ্যই তাঁহার সম্মান করা উচিত”।) শব্দ বর্ণনা করিয়াছেন।
وَعَن جَابر قَالَ: أَقْبَلَ سَعْدٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَالِي فَلْيُرِنِي امْرُؤٌ خَالَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: كَانَ سَعْدٌ مِنْ بَنِي زهرَة وَكَانَتْ أُمُّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَنِي زُهْرَةَ فَلِذَلِكَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَالِي» . وَفِي «الْمَصَابِيحِ» : «فلْيُكرمَنَّ» بدل «فَلْيُرني»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১২৭ | মুসলিম বাংলা