মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১২২
দ্বিতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১২২। হযরত জাবের (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ্ (রাঃ)-এর প্রতি লক্ষ্য করিয়া বলিলেনঃ যদি কেহ এমন কোন ব্যক্তিকে যমীনের উপর চলাফেরা করিতে দেখিতে চায়, যে তাহার মৃত্যু-প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছে, সে যেন এই লোকটির দিকে চাহিয়া দেখে। অপর এক বর্ণনায় আছে, যদি কেহ এমন শহীদকে দেখিতে চায়, যে যমীনের উপর বিচরণ করিতেছে, সে যেন তালহা ইবনে ওবায়দুল্লাহকে দেখিয়া লয়। — তিরমিযী
وَعَنْ جَابِرٍ قَالَ: نَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ يَمْشِي عَلَى وَجْهِ الْأَرْضِ وَقَدْ قَضَى نَحْبَهُ فَلْيَنْظُرْ إِلَى هَذَا» . وَفِي رِوَايَةٍ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى شَهِيدٍ يَمْشِي عَلَى وَجْهِ الْأَرْضِ فَلْيَنْظُرْ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ الله» رَوَاهُ التِّرْمِذِيّ
