মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৭২
দ্বিতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৭২। হযরত আব্দুর রহমান ইবনে খাব্বাব (রাঃ) বলেন, একবার আমি নবী (ﷺ)-এর খেদমতে উপস্থিত ছিলাম। সেই সময় তিনি “জায়শুল ওসরাহ” (তবুক) যুদ্ধের সাহায্য-সহযোগিতা করিবার জন্য মানুষদিগকে উৎসাহ প্রদান করিতেছিলেন। (তাঁহার উৎসাহবাণী শুনিয়া) হযরত ওসমান (রাঃ) উঠিয়া দাড়াইলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহর রাস্তায় গদি ও পালানসহ একশত উট আমার যিম্মায়। ইহার পরও নবী (ﷺ) উৎসাহ প্রদান করিতে লাগিলেন, হযরত ওসমান পুনরায় উঠিয়া দাঁড়াইলেন এবং এইবার বলিলেন, আল্লাহর রাস্তায় গদি ও পালানযুক্ত দুইশত উট আমার যিম্মায়। ইহার পরও নবী (ﷺ) সাহায্যের জন্য উৎসাহ প্রদান করিলেন। হযরত ওসমান (রাঃ) আবারও উঠিয়া দাঁড়াইলেন এবং বলিলেন, আল্লাহর রাস্তায় গদি ও পালানযুক্ত তিনশত উট আমার যিম্মায়। (বর্ণনাকারী বলেন,) আমি দেখিলাম, রাসুলুল্লাহ্ (ﷺ) এই কথা বলিতে বলিতে মিম্বর হইতে অবতরণ করিলেন—এই আমলের পর ওসমান যে আমলই করেন, তাঁহার জন্য উহা ক্ষতিকর হইবে না। এই আমলের পর ওসমান যে আমলই করেন, উহা তাঁহার জন্য ক্ষতিকর হইবে না। — তিরমিযী
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَبَّابٍ قَالَ: شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَحُثُّ عَلَى جَيْشِ الْعُسْرَةِ فَقَامَ عُثْمَانُ فَقَالَ: يَا رَسُول الله عَلَيَّ مِائَتَا بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ حَضَّ عَلَى الْجَيْشِ فَقَامَ عُثْمَانُ فَقَالَ: عَلَيَّ مِائَتَا بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ حَضَّ فَقَامَ عُثْمَانُ فَقَالَ: عَلَيَّ ثَلَاثُمِائَةِ بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَنِ الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ: «مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

العسرة অর্থ, কষ্ট ও ক্লেশ। তবুকের যুদ্ধ প্রচণ্ড গ্রীষ্মের দিনে মদীনা হইতে বহুদূরে সিরিয়ার প্রান্তে রোমক খৃষ্টানদের বিরুদ্ধে এক ঐতিহাসিক অভিযান ছিল। এতদ্ভিন্ন সেই সময় মদীনায় ছিল খাদ্যাভাব, ফলে এই অভিযানে বাহির হওয়া মুসলমানদের জন্য ছিল অতি কষ্টকর পরীক্ষা ইত্যাদি নানা কারণে এই অভিযানের নামকরণ হইয়াছে “জায়শুল ওসরাহ্” বা কষ্টকর অভিযান। ইহা নবম হিজরী সনের ঘটনা। বাহ্যিক অর্থে বুঝা যায়, হযরত ওসমান (রাঃ) উক্ত যুদ্ধে সর্বমোট তিনশত উট দান করিয়াছিলেন। কিন্তু অন্য বর্ণনার আলোকে তিনি এই মুহূর্তে ছয়শত উট প্রদান করিয়াছেন এবং পরে আরও চারশত সওয়ারী দান করিয়া সর্বমোট এক হাজার পূর্ণ করেন ; আর হযরত ওসমানের আমল সম্পর্কে নবী (ﷺ) যাহা বলিয়াছেন, তাহার অর্থ হইল, ইহার পর তিনি কোন গোনাহ্ করিলেও এই পুণ্যের দ্বারা তাহা মোচন হইয়া যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৭২ | মুসলিম বাংলা