মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৬৬
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৬৬। হযরত আবু বাকরা (রাঃ) হইতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিল, আমি স্বপ্নে দেখিয়াছি, আকাশ হইতে যেন একটি পাল্লা অবতীর্ণ হয়। উহাতে আপনাকে ও আবু বকরকে ওজন করা হইল, ইহাতে আপনার দিক ভারী হয়। পরে আবু বকর এবং ওমরকে ওজন করা হইল, ইহাতে আবু বকরের দিক ভারী হইল। তারপর ওমর এবং ওসমানকে ওজন করা হয়। ইহাতে ওমরের পাল্লা ভারী হইল। অতঃপর পাল্লাটি উঠাইয়া নেওয়া হইল। (বর্ণনাকারী বলেন,) এই কথাটি শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) বিষণ্ণ হইয়া পড়িলেন। অর্থাৎ, এই স্বপ্নের ঘটনা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দুশ্চিন্তায় ফেলিয়া দিল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ইহা খেলাফতে নবুওত, (অর্থাৎ, নবুওত প্রকৃতির খেলাফতের প্রতি ইংগিত করা হইয়াছে।) তারপর আল্লাহ্ তা'আলা যাহাকে চাহিবেন, রাজত্ব দান করিবেন। —তিরমিযী ও আবু দাউদ
إِن سلم من عنعنة الْحسن الْبَصْرِيّ) وَعَن أبي بكرَة أَنَّ رَجُلًا قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَأَيْتُ كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فَوُزِنْتَ أَنْتَ وَأَبُو بَكْرٍ فَرَجَحْتَ أَنْتَ وَوُزِنَ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَرَجَحَ أَبُو بَكْرٍ وَوُزِنَ عُمَرُ وَعُثْمَانُ فَرَجَحَ عُمَرُ ثُمَّ رُفِعَ الْمِيزَانُ فَاسْتَاءَ لَهَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي فَسَاءَهُ ذَلِكَ. فَقَالَ: «خِلَافَةُ نُبُوَّةٍ ثُمَّ يُؤْتِي اللَّهُ الْمُلْكَ مَنْ يَشَاءُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ওমর এবং ওসমান (রাঃ)-এর ওজনের পর পাল্লা উঠিয়া যাওয়া দ্বারা নবী (ﷺ) বুঝিতে পারিয়াছিলেন যে, এই পর্যন্ত খেলাফত নবুওতের তরীকায় চলিতে থাকিবে, তারপর দেখা দিবে ফেতনা-ফাসাদ ও বিশৃংখলা, যাহা রাজতন্ত্রের পূর্বলক্ষণ, তাই নবী (ﷺ) চিন্তাযুক্ত হইয়া পড়িয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৬৬ | মুসলিম বাংলা