মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৫৯
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৫৯। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আবু বকর এবং ওমর নবী-রাসূলগণ ব্যতীত দুনিয়ার পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত বেহেশতবাসী প্রৌঢ়দের সরদার হইবেন। – তিরমিযী,
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبُو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ مِنَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ إِلَّا النَّبِيين وَالْمُرْسلِينَ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

كهول (কুহুল) যৌবনের পরবর্তী বয়সকে বলা হয়। দুনিয়ার বয়স হিসাবে এখানে “কুহুল” শব্দ উল্লেখ করা হইয়াছে। অন্যথায় বেহেশতে প্রবেশকারী কেহই প্রৌঢ় বা বৃদ্ধ হইবেন না। আবার কাহারও মতে এখানে كهول শব্দ দ্বারা ধৈর্যশীল ও বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি বুঝান হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৫৯ | মুসলিম বাংলা