মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৩৬
প্রথম অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৩৬। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, একদা হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট (তাহার কক্ষে) হাযির হওয়ার অনুমতি চাহিলেন। তখন কোরাইশ গোত্রের কয়েকজন মহিলা (অর্থাৎ, নবীর বিবিগণ) তাহার নিকট বসিয়া কথাবার্তা বলিতেছিলেন এবং তাহারা অতি উচ্চ স্বরে তাহার নিকট হইতে অধিক (খোরপোষ) দাবী করিতেছিলেন। যখন হযরত ওমর (রাঃ) অনুমতি চাহিলেন, তখন মহিলাগণ, উঠিয়া দ্রুত পর্দার আড়ালে চলিয়া গেলেন। ইহার পর ওমর প্রবেশ করিলেন। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিতেছিলেন। ওমর বলিলেন, হে আল্লাহর রাসূল। আল্লাহ আপনাকে সর্বদা প্রফুল্ল রাখুন। (তবে আপনার হাসার কারণ কি ।) তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ আমি আশ্চর্য বোধ করিতেছি ঐ সকল মহিলাদের আচরণে, যাহারা এতক্ষণ আমার নিকট ছিল এবং তাহারা যখনই তোমার আওয়াজ শুনিতে পাইল, দ্রুত পর্দার আড়ালে চলিয়া গেল। তখন ওমর [(রাঃ) মহিলাদিগকে উদ্দেশ্য করিয়া] বলিলেন, ওহে স্বীয় জানের দুশমনেরা! তোমরা আমাকে ভয় কর, আর রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় কর না। তাহারা উত্তরে বলিলেন, হ্যাঁ। (তোমাকে এই জন্য ভয় করি, ) তুমি যে অধিকতর রুক্ষ ও কঠোরভাষী। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে খাত্তাবের পুত্র। ইহাদের কথা ছাড়। ঐ সত্তার কসম, বাহার হাতে আমার প্রাণ। শয়তান তোমাকে যেপথে চলিতে দেখিতে পায়, সে তোমার রাস্তা ছাড়িয়া অন্য রাস্তা ধরে। মোত্তাঃ
হোমাইদী বলেন, ইমাম বারকানী, ইয়া রাসুলুল্লাহ (ছাঃ) শব্দের পর "কিসে আপনাকে হাসাইতেছে ?”—এই বাক্যটি অতিরিক্ত বলিয়াছেন।
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: اسْتَأْذن عمر رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ نِسْوَةٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ عَالِيَةً أَصْوَاتُهُنَّ فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ قُمْنَ فَبَادَرْنَ الْحِجَابَ فَدَخَلَ عُمَرُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُ فَقَالَ: أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِبْتُ مِنْ هَؤُلَاءِ اللَّاتِي كُنَّ عِنْدِي فَلَمَّا سَمِعْنَ صَوْتَكَ ابْتَدَرْنَ الْحِجَابَ» قَالَ عُمَرُ: يَا عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ أَتَهَبْنَنِي وَلَا تَهَبْنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم؟ قُلْنَ: نَعَمْ أَنْتَ أَفَظُّ وَأَغْلَظُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيهٍ يَا ابْنَ الْخَطَّابِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ سَالِكًا فَجًّا قَطُّ إِلَّا سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَقَالَ الْحُمَيْدِيُّ: زَادَ الْبَرْقَانِيُّ بَعْدَ قَوْلِهِ: يَا رَسُولَ اللَّهِ: مَا أَضْحَكَكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৩৬ | মুসলিম বাংলা