মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০১৩
দ্বিতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৩। হযরত জাবের (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ এমন কোন মুসলমানকে দোযখের আগুন স্পর্শ করিবে না, যে আমাকে দেখিয়াছে বা আমাকে যে দেখিয়াছে—তাহাকে দেখিয়াছে। —তিরমিযী
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَمَسُّ النَّارُ مُسْلِمًا رَآنِي أَو رأى من رَآنِي» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান