মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০১১
প্রথম অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১১। আর মুসলিমের এক রেওয়ায়তে হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, অতঃপর এমন লোক তাহাদের স্থলাভিষিক্ত হইবে, যাহারা স্থূলদেহী হওয়া পছন্দ করিবে।
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ: «ثُمَّ يخلف قوم يحبونَ السمانة»
tahqiqতাহকীক:তাহকীক চলমান