মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৭৯
প্রথম অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৭৯। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ এই (ধীন-শরীআতের) ব্যাপারে লোকজন কোরাইশদের অনুসারী—তাহাদের মুসলমানেরা তাহাদের মুসলমানদেরই অনুসারী এবং তাহাদের কাফের তাহাদের কাফেরেরই অনুগত। মোত্তাঃ
بَابُ مَنَاقِبِ قُرَيْشٍ وَذِكْرِ الْقَبَائِلِ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذَا الشَّأْن مسلمهم تبع مسلمهم وكافرهم تبع لكافرهم» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, নেতৃত্ব কোরাইশদের মধ্যে চলিয়া আসিতেছে। সুতরাং উহা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া অন্যত্র যাওয়া উচিত বা কল্যাণজনক হইবে না। আল্লামা তূরে-পুশতী বলিয়াছেন, অবশেষে কোরাইশদের একজনও কুফরের মধ্যে থাকিয়া যায় নাই। ফলে জাহেলী যুগে তাহারা যেইভাবে নেতৃত্বে ছিলেন, ইসলামী যুগেও তাহা বহাল ছিল। “তাহাদের মুসলমানেরা তাহাদের মুসলমানদেরই অনুসারী।” এই কথাটির তাৎপর্য সম্পর্কে হাফেয আসকালানী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আরবের বুকে ইসলামের ডাক দিয়াছিলেন, তখন অধিকাংশ গোত্রের লোকেরা এই বলিয়া ইসলাম গ্রহণ হইতে বিরত থাকে, দেখা যাক্ কোরাইশরা কি করে? অতঃপর যখন মক্কা বিজয় হইল; আর কোরাইশরা ইসলাম গ্রহণ করিল, তখন সমস্ত গোত্র দলে দলে তাহাদের অনুসরণ করিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯৭৯ | মুসলিম বাংলা