মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৬২
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর ওফাতের পর সাহাবীদের মক্কাহ্ হতে হিজরত করা সম্পর্কে
৫৯৬২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মদীনায় আগমন করিলেন, তখন হাবশী লোকেরা তাঁহার আগমনে উৎফুল্ল হইয়া নিজ বর্ণার মাধ্যমে খেল-তামাশা প্রদর্শন করিল। -আবু দাউদ
দারেমীর এক রেওয়ায়তে আছে—হযরত আনাস (রাঃ) বলেন, যেইদিন রাসূলুল্লাহ্ (ﷺ) (মদীনায়) আমাদের মাঝে আগমন করিলেন, সেইদিন অপেক্ষা অধিক উত্তম ও উজ্জ্বলতম দিন আমি কখনও দেখিতে পাই নাই এবং যেইদিন রাসূলুল্লাহ্ (ﷺ) ইনতেকাল করিয়াছেন, সেইদিন অপেক্ষা অধিক মন্দ ও অন্ধকারময় দিন আমি দেখিতে পাই নাই। তিরমিযীর বর্ণনায় আছে—হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যেইদিন মদীনায় তাশরীফ আনিয়াছেন, সেইদিন উহার সবকিছু আলোকিত হইয়া যায়। আর যেইদিন তিনি ইনতেকাল করিয়াছেন, সেইদিন উহার সবকিছু অন্ধকারাচ্ছন্ন হইয়া যায়। (তিনি আরও বলিয়াছেন,) রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দাফন করিয়া আমরা আমাদের হাত হইতে মাটি ঝাড়িয়া না লইতেই আমরা নিজেদের অন্তরে উদাসীনতা অনুভব করিতে লাগিলাম।
كتاب الفضائل والشمائل
الْفَصْل الثَّانِي
عَن أَنَسٍ قَالَ: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ لَعِبَتِ الْحَبَشَةُ بِحِرَابِهِمْ فَرَحًا لِقُدُومِهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةِ الدَّارِمِيِّ (صَحِيح) قَالَ: مَا رَأَيْتُ يَوْمًا قَطُّ كَانَ أَحْسَنَ وَلَا أَضْوَأَ مِنْ يَوْمٍ دَخَلَ عَلَيْنَا فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا رَأَيْت يَوْمًا كَانَ أقبح وأظلم مِنْ يَوْمٍ مَاتَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ قَالَ: لَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ أَضَاءَ مِنْهَا كُلُّ شَيْءٍ فَلَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي مَاتَ فِيهِ أَظْلَمَ مِنْهَا كُلُّ شَيْءٍ وَمَا نَفَضْنَا أَيْدِيَنَا عَنِ التُّرَابِ وَإِنَّا لَفِي دَفْنِهِ حَتَّى أَنْكَرْنَا قُلُوبنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান