মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৫২
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৫২। আবু খালদাহ্ (রহঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবুল আলিয়াকে জিজ্ঞাসা করিলাম; হযরত আনাস (রাঃ) নবী (ﷺ) হইতে কোন হাদীস শুনিয়াছেন কি? তিনি বলিলেন, তিনি তো দশটি বৎসর তাঁহার খেদমত করিয়াছেন। নবী (ﷺ) তাঁহার জন্য দো'আ করিয়াছেন। তাঁহার একটি বাগান ছিল, উহাতে বৎসরে দুইবার ফল আসিত এবং উহাতে এমন কিছু ফুল ছিল, যাহা হইতে মেশক-কস্তুরীর ঘ্রাণ আসিত। —তিরমিযী এবং তিনি বলেন, এই হাদীসটি হাসান গরীব।
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي خَلْدَةَ قَالَ: قُلْتُ لِأَبِي الْعَالِيَةِ: سَمِعَ أَنَسٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: خَدَمَهُ عَشْرَ سِنِينَ وَدَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لَهُ بُسْتَانٌ يَحْمِلُ فِي كُلِّ سَنَةٍ الْفَاكِهَةَ مَرَّتَيْنِ وَكَانَ فِيهَا رَيْحَانٌ يَجِيءُ مِنْهُ رِيحُ الْمِسْكِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান