মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৪৯
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৪৯। ইবনুল মুনকাদার (রহঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আযাদকৃত গোলাম সাফীনা (রাঃ) রোম এলাকায় মুসলিম সেনাদল হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছিলেন অথবা শত্রুরা তাঁহাকে কয়েদ করিয়া ফেলিয়াছিল। অতঃপর তিনি (শত্রুর কবল হইতে) পালাইয়া সেনাদলের অনুসন্ধান করিতে লাগিলেন। এমন সময় হঠাৎ তিনি একটি সিংহের সম্মুখীন হইলেন। তখন তিনি সিংহটিকে লক্ষ্য করিয়া বলিলেন, হে আবুল হারেস! (সিংহের উপনাম,) আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আযাদকৃত গোলাম। আর আমার ব্যাপার হইল এই এই— (অর্থাৎ, কাফেররা আমাকে বন্দী করিয়াছিল। এখন আমি তাহাদের কবল হইতে ছুটিয়া আসিয়া আমার সেনাদলের রাস্তা হারাইয়া ফেলিয়াছি।) এই কথা শুনিয়া সিংহটি (আনুগত্যের ভঙ্গিতে) স্বীয় লেজ নাড়িতে নাড়িতে (যেমন কুকুর তাহার প্রভুর সম্মুখে লেজ নাড়ে) তাঁহার সম্মুখে অগ্রসর হইয়া পার্শ্বে আসিয়া দাঁড়াইল। সিংহটি যখন কোন ভীতিজনক আওয়ায় শুনিতে পাইত, তখন সেইদিকে ছুটিয়া যাইত (অর্থাৎ, সেই আশংকাজনক শত্রুকে প্রতিহত করিত।) অতঃপর ফিরিয়া আসিয়া সাফীনার পাশে পাশে চলিত। অবশেষে তাঁহাকে সেনাদলের নিকটে পৌঁছাইয়া দিয়া সিংহটি ফিরিয়া চলিয়া গেল। —শরহে সুন্নাহ্
كتاب الفضائل والشمائل
وَعَنْ ابْنِ الْمُنْكَدِرِ أَنَّ سَفِينَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطَأَ الْجَيْشَ بِأَرْضِ الرُّومِ أَوْ أُسِرَ فَانْطَلَقَ هَارِبًا يَلْتَمِسُ الْجَيْشَ فَإِذَا هُوَ بِالْأَسَدِ. فَقَالَ: يَا أَبَا الْحَارِثِ أَنَا مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَمْرِي كَيْتَ وَكَيْتَ فَأَقْبَلَ الْأَسَدُ لَهُ بَصْبَصَةٌ حَتَّى قَامَ إِلَى جَنْبِهِ كُلَّمَا سَمِعَ صَوْتًا أَهْوَى إِلَيْهِ ثُمَّ أَقْبَلَ يَمْشِي إِلَى جَنْبِهِ حَتَّى بَلَغَ الْجَيْشَ ثُمَّ رَجَعَ الْأَسَدُ. رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ»

হাদীসের ব্যাখ্যা:

“সাফীনা”— তাঁহার আসল নামে মতভেদ আছে। যথা— রাবাহ, মিহরান বা রোমান। একবার নবী (ﷺ) এক সফরে ছিলেন, তাঁহার সঙ্গীদের মধ্যে জনৈক ব্যক্তি শান্ত হইয়া পড়িলে সে তাহার তলোয়ার, ঢাল ও তীর ইত্যাদিসহ বহু কিছু জিনিস এই ব্যক্তির মাথায় তুলিয়া দিলে সে উহা বহন করিয়া চলিল। তাহাকে দেখিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) কৌতুক করিয়া বলিলেন, “তুমি তো সাফীনা”। সাফীনা অর্থ নৌকা। সেই হইতে তিনি এই নামে প্রসিদ্ধ হইয়া গিয়াছেন।
আরবরা সিংহকে “আবুল হারেস” বলে। সিংহ হযরত সাফীনার সাথে যেই আচরণ করিয়াছে, ইহা একটি বিস্ময়কর ঘটনা, ইহাতে সন্দেহ নাই। তাই বলা হয়, যে ব্যক্তি আল্লাহর রাসূলের তথা আল্লাহর দ্বীনের সাহায্য করে, হিংস্র জন্তু দ্বারাও আল্লাহ্ তাহাকে মদদ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান