মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৩৬
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯৩৬। হযরত আমর ইবনে আখতাব আনসারী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে ফজরের নামায পড়াইয়া মিম্বরে উঠিলেন এবং আমাদের সম্মুখে ভাষণ দিলেন, এমন কি ভাষণের সিলসিলা একটানা যোহরের ওয়াক্ত পর্যন্ত চলিতে থাকিল। অতঃপর মিম্বর হইতে তিনি নামিলেন এবং যোহরের নামায পড়াইলেন। নামায শেষ করিয়া আবার মিম্বরে উঠিয়া ভাষণ দিলেন, এমন কি আসরের ওয়াক্ত হইয়া গেল। তখন মিম্বর হইতে নামিয়া আসরের নামায পড়াইলেন। আসরের নামায শেষ করিয়া পুনরায় মিম্বরে উঠিয়া সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। ভাষণে তিনি সেইসমস্ত বিষয়গুলি আমাদিগকে অবহিত করিলেন, কিয়ামত পর্যন্ত যাহাকিছু সংঘটিত হইবে। বর্ণনাকারী বলেন, আমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাপেক্ষা জ্ঞানী, যে সেইদিনের কথাগুলি বেশী বেশী স্মরণ রাখিয়াছে। —মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَن عَمْرو بن أخطَب الْأنْصَارِيّ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا الْفجْر وَصعد الْمِنْبَرِ فَخَطَبَنَا حَتَّى حَضَرَتِ الظُّهْرُ فَنَزَلَ فَصَلَّى ثمَّ صعِد الْمِنْبَر فَخَطَبَنَا حَتَّى حَضَرَتِ الْعَصْرُ ثُمَّ نَزَلَ فَصَلَّى ثُمَّ صَعِدَ الْمِنْبَرَ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ فَأَخْبَرَنَا بِمَا هُوَ كَائِنٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ فَأَعْلَمُنَا أحفظنا. رَوَاهُ مُسلم