মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯০০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯০০। হযরত জাবের (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর হইতে প্রত্যাবর্তন করিলেন। তিনি মদীনার নিকটবর্তী হইতেই এমন প্রবলভাবে ধূলিঝড় প্রবাহিত হইল যে, আরোহীকে পুঁতিয়া ফেলার উপক্রম হইল। তখন রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন কোন এক বড় মুনাফেকের মৃত্যুতেই এই ঝড় প্রবাহিত করা হইয়াছে। অতঃপর তিনি মদীনার অভ্যন্তরে প্রবেশ করিয়া জানিতে পারিলেন যে, মুনাফেকদের এক বড় নেতার মৃত্যু ঘটিয়াছে। -মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَن جَابر قا ل: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ فَلَمَّا كَانَ قُرْبَ الْمَدِينَةِ هَاجَتْ رِيحٌ تَكَادُ أَنْ تَدْفِنَ الرَّاكِبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُعِثَتْ هَذِهِ الرِّيحُ لِمَوْتِ مُنَافِقٍ» . فَقَدِمَ الْمَدِينَةَ فَإِذَا عَظِيمٌ مِنَ الْمُنَافِقين قد مَاتَ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

কেহ বলিয়াছেন, এই সফর ছিল তবুক, আর মরিয়াছে রেফাআ' ইবনে দোরাঈদ। আবার কেহ বলিয়াছেন, সফর হইল বনী মুস্তালিক আর মারা গিয়াছে রাফে'।
tahqiqতাহকীক:তাহকীক চলমান