মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৯৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৯৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি সর্বদা আমার মাকে ইসলামের দিকে আহ্বান করিতাম, কিন্তু তিনি ছিলেন মুশরিক (সাবেক নিয়মে) একদিন আমি তাহাকে ইসলামের দিকে আহ্বান করিলে তিনি আমাকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কিছু (কটূক্তি) শুনাইলেন, যাহা আমার কাছে খুবই খারাপ লাগিয়াছে। অতঃপর আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিলাম এবং কাদিয়া কাঁদিয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আবু হোরায়বার মাকে হেদায়ত করেন। তখন তিনি এই দো'আ করিলেন, "হে আল্লাহ্ তুমি আবু হোরায়রার মাকে হেদায়ত নসীব কর।" (আবু হোরায়রা বলেন,) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দো'আ শুনিয়া আমি সন্তুষ্টচিত্তে বাহির হইয়া (বাড়ীর দিকে) ফিরিলাম। অতঃপর আমি আমার মায়ের ঘরের দরজায় পৌঁছিয়া দেখিলাম, দরজাটি বন্ধ। আমার মা আমার পায়ের ধ্বনি শুনিয়া বলিলেন, হে আবু হোরায়রা! তুমি তোমার স্থানে একটু অপেক্ষা কর। অতঃপর আমি পানি পড়ার শব্দ শুনিতে পাইলাম। সুতরাং তিনি গোসল করিলেন, জামা-কাপড় পরিধান করিলেন এবং তাড়াহুড়া করিয়া ওড়না পরিতে পরিতে আসিয়া দরজা খুলিয়া দিলেন। অতঃপর বলিলেন, হে আবু হোরায়রা! আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নাই এবং মুহাম্মাদ (ছাঃ) তাহার বান্দা ও রাসূল। (অর্থাৎ, তিনি ইসলাম গ্রহণ করিলেন।) সাথে সাথে আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলাম এবং খুশীতে আমি কাঁদিতেছিলাম। তখন তিনি আল্লাহর শোকর আদায় করিলেন এবং মঙ্গলজনক কথা বলিলেন। মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الْإِسْلَامِ وَهِيَ مُشْرِكَةٌ فَدَعَوْتُهَا يَوْمًا فَأَسْمَعَتْنِي فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أكره فَأَتَيْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي قُلْتُ يَا رَسُولَ اللَّهِ: ادْعُ اللَّهَ أَنْ يَهْدِيَ أُمَّ أَبِي هُرَيْرَةَ فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ» . فَخَرَجْتُ مُسْتَبْشِرًا بِدَعْوَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا صِرْتُ إِلَى الْبَابِ فَإِذَا هُوَ مُجَافٍ فَسَمِعَتْ أُمِّي خَشْفَ قَدَمَيَّ فَقَالَتْ مَكَانَكَ يَا أَبَا هُرَيْرَة وَسمعت خضخضة المَاء قَالَ فَاغْتَسَلَتْ فَلَبِسَتْ دِرْعَهَا وَعَجِلَتْ عَنْ خِمَارِهَا فَفَتَحَتِ الْبَابَ ثُمَّ قَالَتْ يَا أَبَا هُرَيْرَةَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي مِنَ الْفَرح فَحَمدَ الله وَأثْنى عَلَيْهِ وَقَالَ خيرا. رَوَاهُ مُسلم