আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪২৫
২২৪৬. পারস্য অধিপতি কিসরা ও রোম অধিপতি কায়সারের কাছে নবী কারীম (ﷺ)- এর পত্র প্রেরণ
৪০৮৩। উসমান ইবনে হায়সাম (রাহঃ) .... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে শ্রুত একটি বাণী আমাকে জঙ্গে জামালের (উটের যুদ্ধ) দিন মহা উপকার করেছে, যে সময় আমি সাহাবায়ে কিরামের সাথে মিলিত হয়ে জামাল যুদ্ধে শরিক হতে প্রায় প্রস্তুত হয়েছিলাম। আবু বাকরা (রাযিঃ) বলেন, সে বাণীটি হল, যখন নবী কারীম (ﷺ)- এর কাছে এ খবর পৌঁছল যে, পারস্যবাসী কিসরা তনয়াকে তাদের বাদশাহ মনোনীত করেছেন, তখন তিনি বললেন, কখনোই সে জাতি সফলতার মুখ দেখবে না যারা স্ত্রীলোককে তাদের প্রশাসক নির্বাচন করে।


বর্ণনাকারী: