মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৫৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - নুবুওয়্যাতের নিদর্শনসমূহ
৫৮৫৫। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যমানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। উহার একখণ্ড পাহাড়ের উপরের দিকে এবং অপর খণ্ড পাহাড়ের নিম্নদিকে ছিল। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন : তোমরা সাক্ষী থাক। -মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِرْقَتَيْنِ: فِرْقَةً فَوْقَ الْجَبَلِ وَفِرْقَةً دُونَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْهَدُوا» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

‘পাহাড়ের উপরে ও নিম্নে' মানে একদিকের অংশ কিছু উপরে এবং অপর দিকের অংশ কিছু নিম্নে। ‘তোমরা সাক্ষী থাক' অর্থাৎ, আমার এই মু'জেযা দেখিয়া আমার নবুওতের স্বীকৃতি দাও। অথবা আমার মু'জেযা চাক্ষুষ দেখিয়া লও ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৫৫ | মুসলিম বাংলা