মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৩৯
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৩৯। হযরত আনাস (রাঃ) বলেন, আল্লাহ্ তা'আলা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষাট বৎসর বয়সে ওফাত দান করিয়াছেন। —মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ قَالَ: تَوَفَّاهُ اللَّهُ على رَأس سِتِّينَ سنة. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

ষাট দশকের পরের ভাংতি বৎসর তিনটিকে গণনা হইতে বাদ দিয়া বর্ণনা করিয়াছেন। কোন কোন সময় ভাংতি দিন, মাস ও বৎসরকে গণনায় ধরা হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৩৯ | মুসলিম বাংলা