মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮২৮
দ্বিতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮২৮। হযরত আয়েশা (রাঃ) বলেন, তোমরা যেইভাবে অনর্গল বিরতিহীন কথাবার্তা বল, রাসূলুল্লাহ্ (ﷺ) অনুরূপভাবে কথা বলিতেন না; বরং তিনি প্রতিটি বাক্যকে পৃথক পৃথকভাবে বলিতেন। ফলে যেই ব্যক্তি তাঁহার নিকট বসিত, সে উহা স্মরণ রাখিতে পারিত। —তিরমিযী
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْرُدُ سَرْدَكُمْ هَذَا وَلَكِنَّهُ كَانَ يَتَكَلَّمُ بِكَلَامٍ بَيْنَهُ فَصْلٌ يَحْفَظُهُ من جَلَسَ إِلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيّ
