মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮১২
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮১২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ছাঃ)-এর নিকট প্রস্তাব করা হইল, ইয়া রাসূলাল্লাহ্। কাফের-মুশরিকদের উপর বদ্-দোআ করুন। উত্তরে তিনি বলিলেনঃ আমাকে অভিসম্পাতকারী করিয়া পাঠান হয় নাই; বরং আমাকে রহমতস্বরূপ পাঠান হইয়াছে। —মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ عَلَى الْمُشْرِكِينَ. قَالَ: «إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً» . رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮১২ | মুসলিম বাংলা