মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮০৪
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮০৪। হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে সকলের চাইতে সুন্দরতম, সর্বাপেক্ষা অধিক দানশীল এবং সকলের চাইতে বেশী সাহসী ছিলেন। একরাত্রে মদীনাবাসী ( কোন শব্দ শুনিয়া) ভীষণ ভয় পাইয়াছিল। ইহাতে লোকজন সেই আওয়ায়ের দিকে ছুটিয়া চলিল, তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাদের সম্মুখে পাইল। তিনি সকলের আগে সেই আওয়াযের দিকে পৌঁছিয়া গিয়াছিলেন। এই সময় নবী (ছাঃ) বলিতে লাগিলেনঃ তোমরা ভয় করিও না, তোমরা ভয় করিও না। তখন তিনি হযরত আবু তালহা (রাঃ)-এর একটি ঘোড়ার খালি পিঠে জিন-পোষ ছাড়াই আরোহণ করিয়া ছিলেন। তাহার গলায় ঝুলিতেছিল একখানা তলোয়ার। অতঃপর হুযুর (ছাঃ) বলিলেন; আমি এই ঘোড়াটিকে দরিয়ার মত পাইয়াছি। —মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ فَانْطَلَقَ النَّاسُ قِبَلَ الصَّوْتِ فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ سَبَقَ النَّاس إِلَى الصَّوْت هُوَ يَقُولُ: «لَمْ تُرَاعُوا لَمْ تُرَاعُوا» وَهُوَ عَلَى فَرَسٍ لِأَبِي طَلْحَةَ عُرْيٍ مَا عَلَيْهِ سَرْجٌ وَفِي عُنُقِهِ سَيْفٌ. فَقَالَ: «لَقَدْ وَجَدْتُهُ بَحْرًا» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, সাগরের ন্যায় দ্রুতগামী পাইয়াছি। উক্ত ঘোড়াটির নাম ছিল 'মান্দুব'। আবু তালহা বলেন, ইহার পূর্বে ঘোড়াটি ছিল একেবারে ধীর গতি।
