মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৯৩
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৯৩। হযরত আবু উবায়দা ইবনে মুহাম্মাদ ইবনে আম্মার ইবনে ইয়াসির (রাঃ) বলেন, আমি রুবায়্যি' বিনতে মু'আব্বিয ইবনে আফরা (রাঃ)-কে বলিলাম, আমাদিগকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আকৃতি সম্পর্কে কিছু বলুন। জওয়াবে তিনি বলিলেন, হে বৎস! যদি তুমি তাঁহাকে দেখিতে, তাহা হইলে তোমার এমনই ধারণা হইত যে, সূর্য উদিত হইয়াছে। —দারেমী
وَعَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ: قُلْتُ لِلرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ: صِفِي لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: يَا بُنَيَّ لَوْ رأيتَه رأيتَ الشَّمسَ طالعة. رَوَاهُ الدَّارمِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান