মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৮৯
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৮৯। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত প্রথম নামায (অর্থাৎ, যোহরের নামায) আদায় করিলাম। অতঃপর তিনি ঘরে যাওয়ার উদ্দেশ্যে মসজিদ হইতে বাহির হইলেন এবং আমিও তাঁহার সঙ্গে বাহির হইলাম। এই সময় কতিপয় শিশু তাঁহার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তখন তিনি এক একটি 'করিয়া প্রতিটি শিশুর গালে হাত ফিরাইয়া দিলেন। অবশেষে আমার উভয় গালেও হাত ফিরাই লেন, তখন আমি তাঁহার হাতের শীতলতা ও সুগন্ধি অনুভব করিলাম। উহা (তাঁহার হাতখানা) এমন সুগন্ধময় ছিল যে, যেন উহাকে কোন আতরের ডিব্বা হইতে বাহির করিয়া আনিয়াছেন। —মুসলিম। এই প্রসঙ্গে জাবের বর্ণিত হাদীস' নামসমূহের অধ্যায়ে এবং সায়েব ইবনে ইয়াযীদের বর্ণিত হাদীস ll পানির বিধানের অধ্যায়ে বর্ণিত হইয়াছে।
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْأُولَى ثُمَّ خَرَجَ إِلَى أَهْلِهِ وَخَرَجْتُ مَعَهُ فَاسْتَقْبَلَهُ وِلْدَانٌ فَجَعَلَ يَمْسَحُ خَدَّيْ أَحَدِهِمْ وَاحِدًا وَاحِدًا وَأَمَّا أَنَا فَمَسَحَ خَدِّي فَوَجَدْتُ لِيَدِهِ بردا وريحاً كَأَنَّمَا أَخْرَجَهَا مِنْ جُؤْنَةِ عَطَّارٍ. رَوَاهُ مُسْلِمٌ وَذَكَرَ حَدِيثَ جَابِرٍ: «سَمُّوا بِاسْمِي» فِي «بَابِ الْأَسَامِي» وَحَدِيثُ السَّائِبِ بْنِ يَزِيدَ: نَظَرْتُ إِلَى خاتمِ النبوَّةِ فِي «بَاب أَحْكَام الْمِيَاه»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৮৯ | মুসলিম বাংলা