মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৬৯
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৬৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রত্যেক নবীরই নবীদের মধ্য হইতে একজন বন্ধু আছেন। আর আমার বন্ধু হইলেন আমার পিতা এবং আমার রবের খলীল (হযরত ইবরাহীম খলীলুল্লাহ্)। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করিলেন – (অর্থাৎ,) "তাহারাই ইবরাহীম (আঃ)-এর অতি নিকটতম ব্যক্তি, যাহারা তাহার আনুগত্য করিয়াছে। আর এই নবী [অর্থাৎ, হযরত মুহাম্মাদ (ﷺ)] আর যাহারা ঈমান গ্রহণ করিয়াছে আর আল্লাহ্ তা'আলা হইলেন মুসলমানদের বন্ধু। —তিরমিযী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: إِن لِكُلِّ نَبِيٍّ وُلَاةً مِنَ النَّبِيِّينَ وَإِنَّ وَلِيِّيَ أَبِي وَخَلِيلُ رَبِّي ثُمَّ قَرَأَ: [إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ آمنُوا وَالله ولي الْمُؤمنِينَ] . رَوَاهُ التِّرْمِذِيّ
