মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৬৩
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৬৩। হযরত আমর ইবনে কায়স (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমরা সকলের শেষে আসিয়াছি, কিন্তু কিয়ামতের দিন আমরা সকলের আগে থাকিব। আজ আমি তোমাদিগকে বিশেষ একটি কথা বলিব, তবে ইহাতে আমার কোন অহংকার নাই। ইবরাহীম আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর মনোনীত এবং আমি হইলাম আল্লাহর হাবীব। কিয়ামতের দিন হামদের ঝাণ্ডা আমার সঙ্গেই থাকিবে। আল্লাহ্ আমার উম্মতের ব্যাপারে আমার সহিত ওয়াদা করিয়াছেন এবং তিনি উহাদিগকে তিনটি বিষয় হইতে নিরাপত্তা দিয়াছেন। (১) ব্যাপক দুর্ভিক্ষ দ্বারা তাহাদিগকে ধ্বংস করিবেন না। (২) শত্রুরা তাহাদিগকে সমূলে ধ্বংস করিতে পারিবে না। এবং (৩) বিশ্বের সমস্ত মুসলমানদিগকে পথভ্রষ্টতা বা গোমরাহীর উপরে একত্রিত করিবেন না। —দারেমী
وَعَن عَمْرو بن قَيْسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: نَحْنُ الْآخِرُونَ وَنَحْنُ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ وَإِنِّي قَائِلٌ قَوْلًا غَيْرَ فَخْرٍ: إِبْرَاهِيمُ خَلِيلُ الله ومُوسَى صفي الله وَأَنا حبييب اللَّهِ وَمَعِي لِوَاءُ الْحَمْدِ يَوْمَ الْقِيَامَةِ وَإِنَّ اللَّهَ وَعَدَنِي فِي أُمَّتِي وَأَجَارَهُمْ مِنْ ثَلَاثٍ: لَا يَعُمُّهُمْ بِسَنَةٍ وَلَا يَسْتَأْصِلُهُمْ عَدُوٌّ وَلَا يجمعهُمْ على ضَلَالَة . رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘খলীল ও হাবীব’ শব্দ দুইটিই ‘বন্ধু’ অর্থে ব্যবহৃত হয়, তবুও আভিধানিক অর্থে উভয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে। ইমাম রাগেব বলিয়াছেন— الخلة تنسب الى العبد ولا تنسب الى الله অর্থ—'খলীলত্ব’ বান্দার প্রতি প্রযোজ্য হয়, কিন্তু আল্লাহর প্রতি প্রযোজ্য হয় না। সুতরাং বলা যায়, ইব্রাহীম হইলেন আল্লাহর খলীল, কিন্তু আল্লাহ্ ইব্রাহীমের খলীল নহেন। পক্ষান্তরে মুহাম্মদ (ﷺ) হইলেন আল্লাহ্ হাবীব এবং আল্লাহ্ মুহাম্মদের হাবীব। (তা'লীক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৬৩ | মুসলিম বাংলা