মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৬১
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৬১। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন আমিই হইব আদমের সন্তানদের সরদার বা নেতা, ইহা গর্ব নয় আর সেই দিন আমার হাতেই থাকিবে ‘মাকামে হামদের পতাকা', ইহাতেও গর্ব নয়। সেই দিন আদম (আঃ)-সহ সমস্ত নবীগণই আমার পতাকার নীচে আসিয়া সমবেত হইবেন। আর সকলের আগে আমি কবর ফাটিয়া উত্থিত হইব ইহাতেও গর্ব নয়। —তিরমিযী
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ وَبِيَدِي لِوَاءُ الْحَمْدِ وَلَا فَخْرَ. وَمَا مِنْ نَبِيٍّ يَوْمَئِذٍ آدَمُ فَمَنْ سِوَاهُ إِلَّا تَحْتَ لِوَائِي وَأَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ وَلَا فَخْرَ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা নববী বলেন,(নবী (ﷺ)) এই কথাগুলি দুই কারণে বলিয়াছেন। (১) وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ -এর প্রেক্ষিতে আল্লাহর নির্দেশ পালন করিয়াছেন। (২) আল্লাহ্ তা'আলা তাঁহাকে প্রকৃতপক্ষে যেই মর্যাদা দান করিয়াছেন তাহা উম্মতকে জানাইয়া দেওয়া জরুরী——যেন তাহারা তাঁহার সঠিক মর্যাদা অনুধাবন করিতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৬১ | মুসলিম বাংলা