মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৫২
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৫২। হযরত আতা ইবনে ইয়াসার (রাঃ) বলেন, একদা আমি আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আসের সহিত সাক্ষাৎ করিয়া তাঁহাকে বলিলাম, তওরাতে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণ বর্ণিত আছে, সেই সম্পর্কে আমাকে অবহিত করুন। তিনি বলিলেন, হ্যাঁ, আল্লাহর কসম! কুরআনে বর্ণিত তাঁহার কিছু গুণাবলীসহ তওরাতে তাহার গুণাগুণ বর্ণনা করা হইয়াছে—"হে নবী, আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে এবং উম্মীদের রক্ষাকারী হিসাবে পাঠাইয়াছি।" তুমি আমার বান্দা ও রাসুল। আমি তোমার নাম দিয়াছি মুতাওয়াক্কিল বা ভরসাকারী, তুমি রূঢ় ও কঠোর হৃদয় এবং বাজারে ঝগড়া-ঝাটি ও হৈ হল্পাকারী নও। তিনি কোন মন্দ দ্বারা মন্দকে প্রতিহত করিবেন না; বরং তিনি ইহাদিগকে ক্ষমা করিয়া দিবেন এবং মাফ করিয়া দিবেন। আল্লাহ্ তাহাকে ততদিন পর্যন্ত দুনিয়া হইতে উঠাইয়া নিবেন না, যতদিন বক্রপথে চালিত জাতিকে তাহার দ্বারা সৎপথের উপর প্রতিষ্ঠিত করিবেন না। অর্থাৎ, যতক্ষণ লোকজন “লা ইলাহা ইল্লাল্লাহ্”-এর উপর বিশ্বাসী না হয় এবং তাহার দ্বারা অন্ধ চক্ষু, বধির কর্ণ এবং বন্ধ অন্তর উন্মুক্ত না হইয়া যায়। বুখারী,
وَعَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ: لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ قُلْتُ: أَخْبِرْنِي عَنْ صِفَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّوْرَاةِ قَالَ: أَجَلْ وَاللَّهِ إِنَّهُ لموصوف بِبَعْض صفتِه فِي القرآنِ: (يَا أيُّها النبيُّ إِنَّا أرسلناكَ شَاهدا ومُبشِّراً وَنَذِيرا) وحِرْزا للاُمِّيّينَ أَنْت بعدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ لَيْسَ بِفَظٍّ وَلَا غَلِيظٍ وَلَا سَخَّابٍ فِي الْأَسْوَاقِ وَلَا يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيَفْتَحُ بِهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا. رَوَاهُ الْبُخَارِيُّ
