মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭৩২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭৩২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা যখন আদম (আঃ) ও তাঁহার বংশধরকে সৃষ্টি করিলেন, তখন ফিরিশতাগণ বলিলেন, হে পরওয়ারদিগার! তুমি এমন এক মাখলুক সৃষ্টি করিয়াছ যাহারা খাওয়া-দাওয়া ও পানাহার করিবে, বিবাহ-শাদী করিবে এবং যানবাহনে সওয়ার হইবে। সুতরাং তাহাদিগকে দুনিয়া তথা পার্থিব সম্পদ দিয়া দাও এবং আমাদিগকে পরকাল প্রদান কর। আল্লাহ্ তা'আলা বলিলেন; আমি যাহাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি এবং তাহার মধ্যে আমার রূহ ফুঁকিয়াছি, তাহাকে ঐ মাখলুকের সমান করিব না যাহাকে كُنْ (হইয়া যাও) শব্দ দ্বারা সৃষ্টি করিয়াছি। —বায়হাকী শোআবুল ঈমানে
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَذُرِّيَّتَهُ قَالَتِ: الْمَلَائِكَةُ: يَا رَبِّ خَلَقْتَهُمْ يَأْكُلُونَ وَيَشْرَبُونَ وَيَنْكِحُونَ وَيَرْكَبُونَ فَاجْعَلْ لَهُمُ الدُّنْيَا وَلَنَا الْآخِرَةَ. قَالَ اللَّهُ تَعَالَى: لَا أَجْعَلُ مَنْ خَلَقْتُهُ بيديَّ ونفخت فِيهِ مِنْ رُوحِي كَمَنْ قُلْتُ لَهُ: كُنْ فَكَانَ «. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي» شُعَبِ الْإِيمَانِ