মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭২৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭২৯। হযরত যুরারাহ্ ইবনে আওফা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা হযরত জিবরাঈলকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি তোমার পরওয়ারদিগারকে দেখিয়াছ? এই কথা শুনিয়া জিবরাঈল কাঁপিয়া উঠিলেন এবং বলিলেন, ইয়া মুহাম্মাদ ! আমার ও তাঁহার মাঝখানে সত্তরটি নূরের পর্দা রহিয়াছে। যদি আমি উহার কোন একটির নিকটবর্তী হই, তবে আমি পুড়িয়া যাইব। এইরূপ 'মাসাবীহ' কিতাবে বর্ণিত।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن زُرَارَة بن أوفى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِجِبْرِيلَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَانْتَفَضَ جِبْرِيلُ وَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَابًا مِنْ نُورٍ لَوْ دَنَوْتُ مِنْ بَعْضِهَا لاحترقت «. هَكَذَا فِي» المصابيح