মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭২৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭২৫। হযরত আবু রাযীন (রাঃ) বলেন, আমি আরয করিলাম ইয়া রাসূলাল্লাহ্! সৃষ্টিকুল সৃষ্টির পূর্বে আমাদের পরওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বলিলেনঃ আমা’-এর মধ্যে ছিলেন। তাহার নীচেও খালি ছিল এবং উপরেও খালি ছিল। আর তিনি তাঁহার আরশকে পানির উপরেই সৃষ্টি করিয়াছেন। —তিরমিযী, ইমাম তিরমিযী বলেন, উর্ধ্বতন রাবীদের অন্যতম ইয়াযীদ ইবনে হারূন বলিয়াছেন, 'আমা' অর্থ—যাহার সহিত অন্য কোন বস্তু নাই।
كتاب أحوال القيامة وبدء الخلق
الْفَصْل الثَّانِي
وَالْبَعْض يُحسنهُ) عَن أبي رزين قَالَ: قلت: يَا رَسُول الله أَيْن رَبُّنَا قَبْلَ أَنْ يَخْلُقَ خَلْقَهُ؟ قَالَ: «كَانَ فِي عَمَاءٍ مَا تَحْتَهُ هَوَاءٌ وَمَا فَوْقَهُ هَوَاءٌ وَخَلَقَ عَرْشَهُ عَلَى الْمَاءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ: الْعَمَاءُ: أَيْ لَيْسَ مَعَه شَيْء
tahqiqতাহকীক:তাহকীক চলমান