মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭০১
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭০১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: ফিরিশতাদিগকে নূরের দ্বারা সৃষ্টি করা হইয়াছে। আর জ্বিন জাতিকে সৃষ্টি করা হইয়াছে ধোয়া মিশ্রিত অগ্নিশিখা হইতে এবং হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করা হইয়াছে ঐ বস্তু দ্বারা, যাহার বর্ণনা (কোরআনে) তোমাদেরকে বলা হইয়াছে। —মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خُلِقَتِ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ وَخُلِقَ آدَمُ مِمَّا وصف لكم» . رَوَاهُ مُسلم