মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৮৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৮৪। হযরত আবু সাঈদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর বাণী وهم فِيهَا كَالِحُونَ ইহার অর্থ হইল, দোযখী ব্যক্তির অবস্থা এই হইবে যে, আগুনের প্রচণ্ড তাপে তাহার মুখ ভাজা-পোড়া হইয়া উপরের ঠোট সঙ্কুচিত হইয়া মাথার মধ্যস্থলে পৌঁছিবে এবং নীচের ঠোঁট ঝুলিয়া নাভির সাথে আসিয়া লাগিবে। —তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (وهم فِيهَا كَالِحُونَ) قَالَ: «تَشْوِيهِ النَّارُ فَتَقَلَّصُ شَفَتُهُ الْعُلْيَا حَتَّى تَبْلُغَ وَسْطَ رَأْسِهِ وَتَسْتَرْخِي شَفَتُهُ السُّفْلَى حَتَّى تضرب سُرَّتَهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান