মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৭৬
দ্বিতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৭৬। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ (দোযখে) কাফের তাহার জিহ্বা এক ক্রোশ-দুই ক্রোশ পর্যন্ত বাহির করিয়া হেঁচড়াইয়া চলিবে এবং লোকেরা উহা মাড়াইয়া চলিবে। — আহমদ ও তিরমিযী, এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْكَافِرَ لَيُسْحَبُ لسانُه الفرسَخ والفرسخين يتوطَّؤُه النَّاس» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَيْثُ غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৬৭৬ | মুসলিম বাংলা