মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৩৬
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৩৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ বেহেশতী মু'মেনদিগকে এত এত সহবাসের শক্তি প্রদান করা হইবে। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! এক ব্যক্তি এত শক্তি রাখিবে কি? তিনি বলিলেন ; প্রত্যেক ব্যক্তিকে একশত পুরুষের শক্তি দান করা হইবে। -তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُعْطَى الْمُؤْمِنُ فِي الْجَنَّةِ قُوَّةَ كَذَا وَكَذَا مِنَ الْجِمَاعِ» . قِيلَ: يَا رَسُولَ الله أَو يُطيق ذَلِكَ؟ قَالَ: «يُعْطَى قُوَّةَ مِائَةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

‘এত এত' দ্বারা সম্ভবতঃ নবী (ﷺ) উভয় হাতের দশ অঙ্গুলীর প্রতি ইংগিত করিয়াছেন। সাহাবীগণ এক ব্যক্তির পক্ষে দশ জন স্ত্রীর সহিত সহবাস করাকে অসাধ্য ধারণা করায় তিনি বলিলেন; যখন প্রত্যেক পুরুষকে একশত যুবকের শক্তি দেওয়া হইবে, তবে দশ জন স্ত্রীর সহিত সহবাস করিতে অসমর্থ কেন হইবে?
tahqiqতাহকীক:তাহকীক চলমান