মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৯৩
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৯৩। হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে কোন এক সফরে ছিলাম। এক মঞ্জিলে আমরা অবস্থান করিলাম। তখন তিনি উপস্থিত লোকদিগকে লক্ষ্য করিয়া বলিলেনঃ হাউযে কাওসারে যেই সমস্ত লোকেরা আমার নিকটে উপস্থিত হইবে, তোমাদের সংখ্যা উহাদের লক্ষ ভাগের এক ভাগও নহে। লোকেরা যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করিল, সেই দিন আপনাদের সংখ্যা কত ছিল? তিনি বলিলেন, সাত শত অথবা আট শত। –আবু দাউদ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلْنَا منزلا فَقَالَ: «مَا أَنْتُمْ جُزْءٌ مِنْ مِائَةِ أَلْفِ جُزْءٍ مِمَّنْ يَرِدُ عَلَى الْحَوْضِ» . قِيلَ: كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ؟ قَالَ: سَبْعَمِائَةٍ أَوْ ثَمَانِمِائَةٍ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান