মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৯১
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৯১। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন জান্নাতবাসীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করিবে, তখন মৃত্যুকে বেহেশত ও দোযখের মধ্যবর্তী স্থানে উপস্থিত করা হইবে এবং উহাকে জবাই করিয়া দেওয়া হইবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা করিবে, হে জান্নাতবাসীগণ! এখানে কোন মৃত্যু আর নাই। হে জাহান্নামীরা মৃত্যু আর নাই। ইহাতে বেহেশতবাসীদের আনন্দের উপর আনন্দ আরও অধিক মাত্রায় বাড়িয়া যাইবে, অপরদিকে দোযখীদের দুশ্চিন্তার উপর আরও দুশ্চিন্তা অধিক বৃদ্ধি পাইবে। —মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا صَارَ أَهْلُ الْجَنَّةِ إِلَى الْجَنَّةِ وَأَهْلُ النَّارِ إِلَى النَّارِ جِيءَ بِالْمَوْتِ حَتَّى يُجْعَلَ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ ثُمَّ يُذْبَحَ ثُمَّ يُنَادِي مُنَادٍ: يَا أَهْلَ الْجَنَّةِ لَا مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ لَا مَوْتَ. فَيَزْدَادُ أَهْلُ الْجَنَّةِ فَرَحًا إِلَى فَرَحِهِمْ وَيَزْدَادُ أَهْلُ النَّارِ حُزْنًا إِلَى حزنهمْ . مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান