মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৬৬
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৬৬। হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ (মে'রাজের রাত্রে) জান্নাত ভ্রমণকালে হঠাৎ আমি একটি নহরের নিকট উপস্থিত হইলাম, যাহার উভয় পার্শ্বে গর্ভশূন্য মুক্তার গুম্বদ সাজানো রহিয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম; হে জিবরাঈল। ইহা কি? তিনি বলিলেন, ইহাই সেই কাওসার যাহা আপনার রব আপনাকে দান করিয়াছেন। উহার মাটি মেশকের ন্যায় সুগন্ধময়। বুখারী
بَاب الْحَوْض والشفاعة: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَيْنَا أَنَا أَسِيرُ فِي الجنَّةِ إِذا أَنا بنهر حافتاه الدُّرِّ الْمُجَوَّفِ قُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: الْكَوْثَرُ الَّذِي أَعْطَاكَ رَبُّكَ فَإِذَا طِينُهُ مِسْكٌ أذفر . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ্ তা'আলা বলিয়াছেনঃ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ “নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করিয়াছি।” আর শাফা'আত সম্পর্কে বলিয়াছেনঃ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ “এবং অচিরেই আপনাকে (এমন কিছু) প্রদান করা হইবে যাহাতে আপনি সন্তুষ্ট হইয়া যাইবেন।” এই প্রসঙ্গে নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আমার একটি গোনাহগার উম্মত জাহান্নামে থাকিতে আমি সন্তুষ্ট হইব না। অপর এক আয়াতে আল্লাহ্ পাক বলিয়াছেনঃ عَسَى أَن يُبْعَثُكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا জমহুর উলামাগণ বলিয়াছেন, ইহা দ্বারা শাফা'আত উদ্দেশ্য করা হইয়াছে। আল্লামা সুয়ূতী (রহঃ) বলিয়াছেন, খোলাফায়ে রাশেদাসহ পঞ্চাশের অধিক সাহাবী হইতে হাউযে কাওসার ও শাফা'আতুন্নবী (ﷺ) সম্পর্কে সহীহ হাদীস বর্ণিত হইয়াছে।
