মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৬৪
তৃতীয় অনুচ্ছেদ - হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মীযানের বর্ণনা
৫৫৬৪। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)কে ঐ দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হইল যেই দিনের পরিমাণ হইবে পঞ্চাশ হাজার বৎসরের সমান। সেই অস্বাভাবিক দীর্ঘ দিনে মানুষের অবস্থা কিরূপ হইবে? তিনি বলিলেনঃ সেই যাতে পাকের কসম, যাঁহার হাতে আমার প্রাণ। মু'মেনদের জন্য সেই দিন খুবই হাল্কা করা হইবে, এমন কি দুনিয়াতে একটি ফরয নামায আদায় করার সময় অপেক্ষা তাহার জন্য ইহা হালকা সময় মনে হইবে। —হাদীস দুইটি বায়হাকী কিতাবুল বা'ছে ওয়ান্নুশুরে রেওয়ায়ত করিয়াছেন
وَعَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ (يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ ألف سنةٍ) مَا طُولُ هَذَا الْيَوْمِ؟ فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَيُخَفَّفُ عَلَى الْمُؤْمِنِ حَتَّى يَكُونَ أَهْوَنَ عَلَيْهِ مِنَ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ يُصَلِّيهَا فِي الدُّنْيَا» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي كِتَابِ «الْبَعْثِ وَالنُّشُورِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৫৬৪ | মুসলিম বাংলা