মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৬৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মীযানের বর্ণনা
৫৫৬৪। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)কে ঐ দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হইল যেই দিনের পরিমাণ হইবে পঞ্চাশ হাজার বৎসরের সমান। সেই অস্বাভাবিক দীর্ঘ দিনে মানুষের অবস্থা কিরূপ হইবে? তিনি বলিলেনঃ সেই যাতে পাকের কসম, যাঁহার হাতে আমার প্রাণ। মু'মেনদের জন্য সেই দিন খুবই হাল্কা করা হইবে, এমন কি দুনিয়াতে একটি ফরয নামায আদায় করার সময় অপেক্ষা তাহার জন্য ইহা হালকা সময় মনে হইবে। —হাদীস দুইটি বায়হাকী কিতাবুল বা'ছে ওয়ান্নুশুরে রেওয়ায়ত করিয়াছেন
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ (يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ ألف سنةٍ) مَا طُولُ هَذَا الْيَوْمِ؟ فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَيُخَفَّفُ عَلَى الْمُؤْمِنِ حَتَّى يَكُونَ أَهْوَنَ عَلَيْهِ مِنَ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ يُصَلِّيهَا فِي الدُّنْيَا» . رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي كِتَابِ «الْبَعْثِ وَالنُّشُورِ»
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (ﷺ) আলোচ্য হাদীসে হযরত আবু সাঈদ খুদরী (রা) কে যে জবাব দিয়েছেন তার ইশারা কুরআন শরীফে বিদ্যমান রয়েছে। সুরা মুদ্দাসসিরে বলা হয়েছেঃ-
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوۡرِ. فَذٰلِکَ یَوۡمَئِذٍ یَّوۡمٌ عَسِیۡرٌ. عَلَی الۡکٰفِرِیۡنَ غَیۡرُ یَسِیۡرٍ
যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন সেদিন কাফেরদের জন্য খুব কঠিন হবে, তাদের জন্য (মোটেই) সহজ হবে না। এ থেকেও অনুমিত হয় যে এ কঠিন ভয়াবহ দিন ঈমানদারদের জন্য ভয়াবহ ও কঠিন হবে না। বরং সে দিনকে তাদের জন্য সহজ এবং হালকা করে দেয়া হবে।"
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوۡرِ. فَذٰلِکَ یَوۡمَئِذٍ یَّوۡمٌ عَسِیۡرٌ. عَلَی الۡکٰفِرِیۡنَ غَیۡرُ یَسِیۡرٍ
যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন সেদিন কাফেরদের জন্য খুব কঠিন হবে, তাদের জন্য (মোটেই) সহজ হবে না। এ থেকেও অনুমিত হয় যে এ কঠিন ভয়াবহ দিন ঈমানদারদের জন্য ভয়াবহ ও কঠিন হবে না। বরং সে দিনকে তাদের জন্য সহজ এবং হালকা করে দেয়া হবে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)