মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৪৯
প্রথম অনুচ্ছেদ - হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মীযানের বর্ণনা
৫৫৪৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : কিয়ামতের দিন যাহার হিসাব লওয়া হইবে, সে অবশ্যই ধ্বংস হইবে। (আয়েশা বলেন ;) আমি বলিলাম, আল্লাহ্ তা'আলা কি (খাঁটি মু'মেনদের সম্পর্কে) ইহা বলেন নাই— "অচিরেই তাহার নিকট হইতে সহজ হিসাব লওয়া হইবে।' উত্তরে তিনি বলিলেন; সেটা হইল শুধু পেশ করা মাত্র। কিন্তু যাহার হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করা হইবে, সে ধ্বংস হইবেই।-মোত্তাঃ
بَاب الْحساب وَالْقصاص وَالْمِيزَان: الفصل الأول
عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا هَلَكَ» . قلتُ: أوَ ليسَ يقولُ اللَّهُ: (فسوْفَ يُحاسبُ حسابا يَسِيرا) فَقَالَ: «إِنَّمَا ذَلِكَ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ فِي الْحساب يهلكُ» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
আহলে সুন্নত ওয়াল জামাত তথা জমহুর উলামাদের এজমা বা ঐক্যমত যে, কিয়ামতের দিন সমস্ত মানুষ হইতে দুনিয়ার জিন্দেগীর কৃত সমস্ত কাজ ও কথার, মাল-সম্পদের হিসাব-নিকাশ লওয়া হইবে, মযলুম যালিম হইতে প্রতিশোধ গ্রহণ করিবে এবং নেকী ও বদী সব কিছু পাল্লায় ওজন করা হইবে। কুরআন ও হাদীসে ইহার বহু প্রমাণ রহিয়াছে।
