মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৫১৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - নিকৃষ্ট লোকেদের ওপরেই কিয়ামত সংঘটিত হবে।
৫৫১৮। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না যতক্ষণ পর্যন্ত 'যুল্খালাসা' মূর্তির নিকট দাউস গোত্রীয় রমণীদের নিতম্ব দুলিবে না। 'খুলখালাসা' দাউস গোত্রের একটি মূর্তি ছিল, জাহিলী যুগে তাহারা ইহার পূজা করিত। — মোত্তাঃ
كتاب الفتن
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ حَوْلَ ذِي الْخَلَصَةِ» . وَذُو الْخَلَصَةِ: طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ. مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
ইয়ামনের দাউস গোত্রের লোকেরা 'যুলখালাসা' নামে একটি ঘর নির্মাণ করিয়া সেইখানে মূর্তি স্থাপন করিয়াছিল। তাহারা উক্ত ঘরকে 'কা’বায়ে ইয়ামনিয়া' বলিত। হুযুর (ﷺ) হযরত জারীর ইবনে আব্দুল্লাহকে পাঠাইয়া সেই ঘর ধ্বংস করাইয়া দিয়াছিলেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে সেই ঘর পুনরায় নির্মাণ করা হইবে এবং পূর্ববৎ কোমর দোলাইয়া মহিলারা উহার তওয়াফ করিবে।