মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৫১৬
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - নিকৃষ্ট লোকেদের ওপরেই কিয়ামত সংঘটিত হবে।
৫৫১৬। হযরত আনাস (রাঃ) হইতে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কিয়ামত তখনই সংঘটিত হইবে, যখন যমীনের মধ্যে আল্লাহ্ আল্লাহ্ বলার মত কেহই থাকিবে না। অপর এর বর্ণনায় আছে-এমন কোন ব্যক্তির উপরে কিয়ামত কায়েম হইবে না, যে আল্লাহ্ আল্লাহ্ বলিতেছে। —মুসলিম
كتاب الفتن
بَابُ لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاس: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللَّهُ اللَّهُ . وَفِي رِوَايَةٍ: لَا تَقُومُ السَّاعَةُ عَلَى أَحَدٍ يَقُولُ: اللَّهُ الله . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
যখন মানুষ আল্লাহকে স্মরণ করিবে না, তাঁহার এবাদত করিবে না, তখনই কিয়ামত কায়েম হইবে। কেননা, আল্লাহর যিকর ও এবাদত হইল দুনিয়ার স্থায়িত্বের প্রাণ।