মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৬৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৬৮। হযরত আবু যর (রাঃ) বলেন, সূর্য অস্ত যাওয়ার সময় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি কি জান, উহা কোথায় যাইতেছে। আমি বলিলাম, আল্লাহ্ ও তাঁহার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বলিলেনঃ উহা আল্লাহর আরশের নীচে গিয়া সজদায় রত হয় এবং (পুনর্বার উদিত হওয়ার) অনুমতি চায়, তখন তাহাকে সেই অনুমতি দেওয়া হয়। অদূর ভবিষ্যতে এমন এক সময় আসিবে যে, উহা সজদা করিবে, কিন্তু তাহা কবুল করা হইবে না এবং (পূর্বাকাশে উদিত হওয়ার) অনুমতি চাহিবে অথচ তাহাকে অনুমতি দেওয়া হইবে না। এবং তাহাকে বলা হইবে, তুমি যেই দিক হইতে আসিয়াছ সেই দিকেই ফিরিয়া যাও। অতঃপর উহা পশ্চিমাকাশ হইতে উদিত হইবে। ইহার প্রতিই ইংগিত করা হইয়াছে আল্লাহ্ তা'আলার এই বাণী দ্বারা l والشمسُ تجْرِي لمستقرّ لَهَا (অর্থাৎ, সূর্য উহার গন্তব্যস্থলের দিকে চলিয়া যায়।) তিনি বলেন, গন্তব্যস্থল হইল আরশের তলদেশ। মোত্তাঃ
كتاب الفتن
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ غربت الشَّمْس: «أَيْن تذْهب؟» . قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ الْعَرْشِ فَتَسْتَأْذِنُ فَيُؤْذَنُ لَهَا وَيُوشِكُ أَنْ تَسْجُدَ وَلَا يُقْبَلُ مِنْهَا وَتَسْتَأْذِنُ فَلَا يُؤْذَنُ لَهَا وَيُقَالُ لَهَا: ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى (والشمسُ تجْرِي لمستقرّ لَهَا) قَالَ: «مستقرها تَحت الْعَرْش» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
সূর্য প্রতি মুহূর্তে উদয় হয় এবং অস্ত যায়। সুতরাং আরশের নীচে সজ্দা করার অর্থ হইল ; চলার পথে পরবর্তী মুহূর্তের জন্য আল্লাহর কাছে অনুমতি কামনা করে। ফলে সদা করার জন্য কোন মুহূর্তে উহার গতি ব্যাহত হয় না। মোটকথা, ইহাও ঈমান বিল-গায়বের অন্তর্ভুক্ত, যাহা আমাদের দৃষ্টি ও অনুভূতির আওতা বহির্ভূত।