মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৬৩
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৬৩। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, যেই বৎসর হযরত উমর (রাঃ) ইন্তেকাল করেন সেই বৎসর তিনি (হেজায এলাকায়) টিড্ডি (পঙ্গপাল) দেখিতে পান নাই, ইহাতে তিনি বিশেষভাবে চিন্তিত হইয়া পড়িলেন। অতঃপর তিনি ইয়ামন, ইরাক এবং সিরিয়ার দিকে আরোহী পাঠাইয়া জানিতে চাহিলেন, সেই সমস্ত এলাকায় কেহ কোন টিড্ডি দেখিয়াছে কিনা? পরে ইয়ামনের দিকে প্রেরিত আরোহী এক মুষ্টি টিড্ডি আনিয়া তাঁহার সম্মুখে ছড়াইয়া দিল। এতদ্দর্শনে হযরত উমর (রাঃ) আল্লাহু আকবার' ধ্বনি উচ্চারণ করিলেন এবং বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, মহাপরাক্রমশালী আল্লাহ্ এক হাজার মখলুক সৃষ্টি করিয়াছেন। তন্মধ্যে ছয়শত সমুদ্রে এবং চারশত স্থলে। আর এই উভয়বিদ প্রাণীর মধ্যে সর্বপ্রথম ধ্বংস হইবে টিড্ডিসমূহ। যখন টিড্ডি ধ্বংস হইয়া যাইবে তারপর উভয় স্থানের প্রাণীসমূহ একটির পর একটি এমনভাবে ধ্বংস হইতে থাকিবে যেমন, সূতা ছিঁড়া দানা একটির পর আরেকটি পড়িতে থাকে। —বায়হাকী শোআবুল ঈমান গ্রন্থে
كتاب الفتن
وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: فُقِدَ الْجَرَادُ فِي سَنَةٍ مِنْ سِنِي عُمَرَ الَّتِي تُوُفِّيَ فِيهَا فَاهْتَمَّ بِذَلِكَ هَمًّا شَدِيدًا فَبَعَثَ إِلَى الْيمن رَاكِبًا وراكبا إِلَى الْعرق وَرَاكِبًا إِلَى الشَّامِ يَسْأَلُ عَنِ الْجَرَادِ هَلْ أُرِيَ مِنْهُ شَيْئًا فَأَتَاهُ الرَّاكِبُ الَّذِي مِنْ قبل الْيمن بقبضة فنثرهابين يَدَيْهِ فَلَمَّا رَآهَا عُمَرُ كَبَّرَ وَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ أَلْفَ أُمَّةٍ سِتُّمِائَةٍ مِنْهَا فِي الْبَحْرِ وَأَرْبَعُمِائَةٍ فِي الْبَرِّ فَإِنَّ أَوَّلَ هَلَاكِ هَذِهِ الْأُمَّةِ الْجَرَادُ فَإِذَا هَلَكَ الْجَرَادُ تَتَابَعَتِ الْأُمَمُ كَنِظَامِ السِّلْكِ «. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي» شُعَبِ الْإِيمَانِ