মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৬১
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৬১। হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তুমি খোরাসানের দিক হইতে কাল পতাকাবাহী ফৌজ আসিতে দেখিবে, তখন তাহাদিগকে অভ্যর্থনা জানাইবে। কেননা, উহার মধ্যে আল্লাহর খলীফা মাহদী থাকিবেন। —আমদ ও বায়হাকী দালায়েল গ্রন্থে
كتاب الفتن
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمُ الرَّايَاتِ السُّودَ قَدْ جَاءَتْ مِنْ قِبَلِ خُرَاسَانَ فَأْتُوهَا فَإِنَّ فِيهَا خَلِيفَةَ اللَّهِ الْمَهْدِيَّ» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «دَلَائِل النبوَّة»

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবতঃ উহা হারেস ও মনসুরের বাহিনী, যাহা মাহদীর সাহায্যার্থে আসিবে। মাহদীর আবির্ভাব হারামাইনে ঘটিবে এবং তথা হইতে তাঁহার অভিযান শুরু হইবে। পরে খোরাসান ইত্যাদি বিভিন্ন দিক হইতে তাঁহার সমর্থনে মুসলিম বাহিনীসমূহ অগ্রসর হইয়া আসিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান