মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৬০
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৬০। হযরত আবু কাতাদাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের নিদর্শনসমূহ দুই শত বৎসর পর হইতে প্রকাশ হইতে থাকিবে। —ইবনে মাজাহ্
كتاب الفتن
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْآيَاتُ بَعْدَ الْمِائَتَيْنِ . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
উক্ত দুই শত বৎসর ইসলামের শুরু হইতে অথবা হিজরতের পর হইতে অথবা নবী (ﷺ)-এর ওফাতের পর হইতে অথবা এই বাণী বলার পর হইতে আরম্ভ হইবে। আল্লামা তীবী বলেন, শেষোক্ত কথাটিই অধিকতর সমর্থিত।