মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৫৭
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৫৭। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বালা-মুছিবতের কথা আলোচনা করিলেন, যাহা এই উম্মতের শেষ যমানায় আসিয়া পৌঁছিবে। এমন কি কোন ব্যক্তি উহা হইতে আশ্রয়স্থল খুঁজিয়া পাইবে না। এই সময় আল্লাহ্ পাক আমার খান্দান ও আমার পরিবার হইতে এক ব্যক্তিকে দুনিয়াতে প্রেরণ করিবেন। তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা যমীনকে এমনিভাবে পরিপূর্ণ করিয়া দিবেন যেমনিভাবে উহা ইতিপূর্বে যুলম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল। তাঁহার কার্যকলাপে আসমান ও যমীনের অধিবাসী সকলেই সন্তুষ্ট হইয়া যাইবে। আকাশ তাহার এক ফোঁটা পানিও অবশিষ্ট রাখিবে না; বরং ব্যাপকভাবে বৃষ্টি বর্ষণ করিবে এবং যমীন তাহার উৎপাদনের কিছুই অবশিষ্ট রাখিবে না; বরং সমস্তই বাহির করিয়া দিবে। (তাঁহার যুগে সম্পদের এই প্রাচুর্য ও সচ্ছলতা দেখিয়া) জীবিত লোকেরা মৃতব্যক্তিদের সম্পর্কে আকাঙ্ক্ষা প্রকাশ করিবে (কতই না উত্তম হইত যদি তাহারাও এই সময় জীবিত থাকিত।) এই অবস্থায় লোকেরা সাত অথবা আট অথবা নয় বৎসর জীবন যাপন করিবে।
كتاب الفتن
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلَاءً يُصِيبُ هَذِهِ الْأُمَّةَ حَتَّى لَا يَجِدَ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ فَيَبْعَثُ اللَّهُ رَجُلًا مِنْ عِتْرَتِي وَأَهْلِ بَيْتِي فَيَمْلَأُ بِهِ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الْأَرْضِ لَا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلَّا صَبَّتْهُ مِدْرَارًا وَلَا تَدَعُ الْأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلَّا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الْأَحْيَاءُ الْأَمْوَاتَ يَعِيشُ فِي ذَلِكَ سبعَ سِنِين أَو ثمانَ سِنِين أَو تسع سِنِين» . رَوَاهُ

হাদীসের ব্যাখ্যা:

‘আট বা নয় বৎসর' ইহা রাবীর সন্দেহ। তবে অধিকাংশ বর্ণনায় 'সাত বৎসর’ উল্লেখ রহিয়াছে, সুতরাং ইহাই অধিকতর সঠিক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান