মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৫৬
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৫৬। হযরত উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ (শেষ যমানায়) একজন খলীফার মৃত্যুর সময় (নেতৃস্থানীয়) লোকদের মধ্যে (আর একজন খলীফা নিযুক্তির ব্যাপারে) মতবিরোধ দেখা দিবে। তখন মদীনা হইতে এক ব্যক্তি বাহির হইয়া মক্কার দিকে ছুটিয়া পলায়ন করিবে। এই সময় মক্কাবাসীগণ তাহার নিকট আসিয়া তাহাকে জোরপূর্বক ঘর হইতে বাহির করিয়া আনিবে। কিন্তু সে তাহা পছন্দ করিবে না। (প্রকৃতপক্ষে ইনি হইলেন মাহ্দী; তিনি ফিতনা অথবা নেতৃত্বের ভয়ে পলায়ন করিবেন, কিন্তু তাঁহার কর্মকাণ্ডে এবং চেহারার নূরানী জ্যোতিময় আলোকে লোকেরা চিনিয়া ফেলিবে যে, ইনি ইমাম মাহ্দী।) অতঃপর হাজারে আওয়াদ ও মাকামে ইবরাহীমের মধ্যবর্তী স্থানে লোকেরা তাঁহার কাছে বাইআত গ্রহণ করিবে। ইহার পর সিরিয়া হইতে একটি সৈন্যবাহিনী তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হইবে। কিন্তু মক্কা ও মদীনার মধ্যবর্তী 'বাইদা' নামক স্থানে তাহাদিগকে ভূগর্ভে পুঁতিয়া ফেলা হইবে। অতঃপর যখন চতুর্দিকে এই খবর ছড়াইয়া পড়িবে এবং লোকেরা চাক্ষুষ এই অবস্থা দেখিতে পাইবে, তখন সিরিয়ার আব্দালগণ এবং ইরাকের এক বিরাট জামাত তাঁহার নিকট আসিবে এবং তাঁহার হাতে বাইআত করিবে। অতঃপর কুরাইশের এক ব্যক্তি—যাহার মামার বংশ হইবে 'বনুকালব', সেও ইমামের বিরুদ্ধে একদল সৈন্য পাঠাইবে। ইমামের সেনাবাহিনী তাহাদের উপর বিজয়ী হইবে। ইহাই 'ফিতনায়ে কালব'। ইমাম মানুষের মধ্যে তাহাদের পয়গাম্বর [মুহাম্মাদ (ﷺ)]-এর সুন্নত মোতাবেক কাজ কর্ম পরিচালনা করিবেন এবং পৃথিবীতে ইসলাম পুরাপুরিভাবে প্রতিষ্ঠিত হইবে। তিনি সাত বৎসর এই অবস্থায় অবস্থান করিবেন। অতঃপর ইন্তেকাল করিবেন এবং মুসলমানগণ তাঁহার জানাযা পড়িবেন।—আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ أُمِّ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَكُونُ اخْتِلَافٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ فَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ هَارِبًا إِلى مكةَ فيأتيه الناسُ من أهل مَكَّة فيخرجوه وَهُوَ كَارِه فيبايعونه بَين الرُّكْن وَالْمقَام يبْعَث إِلَيْهِ بَعْثٌ مِنَ الشَّامِ فَيُخْسَفُ بِهِمْ بِالْبَيْدَاءِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَإِذَا رَأَى النَّاسُ ذَلِكَ أَتَاهُ أَبْدَالُ الشَّامِ وَعَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ فَيُبَايِعُونَهُ ثُمَّ يَنْشَأُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ كَلْبٌ فَيَبْعَثُ إِلَيْهِمْ بَعْثًا فَيَظْهَرُونَ عَلَيْهِمْ وَذَلِكَ بَعَثُ كلب وَيعْمل النَّاسِ بِسُنَّةِ نَبِيِّهِمْ وَيُلْقِي الْإِسْلَامُ بِجِرَانِهِ فِي الْأَرْضِ فَيَلْبَثُ سَبْعَ سِنِينَ ثُمَّ يُتَوَفَّى وَيُصَلِّي عَلَيْهِ الْمُسلمُونَ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

পুণ্যবান সালেহীনদের বিশেষ একটি সম্প্রদায়কে 'আবদাল' বলা হয়। দুনিয়া কখনও তাঁহাদের হইতে খালি থাকে না। একজনের মৃত্যু হইলে তদস্থলে আরেকজন স্থলাভিষিক্ত হন। তাই তাঁহাদিগকে ‘আবদাল' বলা হয়। 'কামুস' গ্রন্থে উল্লেখ আছে, আল্লাহ্ তা'আলা তাঁহাদের দ্বারা যমীনের শৃংখলা সঠিকভাবে বহাল রাখেন। তাঁহাদের সংখ্যা সত্তর জন। চল্লিশ জন সিরিয়াতে এবং বাকী ত্রিশ জন পৃথিবীর অন্যান্য স্থানে। – (আত তা'লীক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান